C News 16 Sep, 2019

সার্ভিস সেক্টর নিয়ে স্টার্টআপ আইডিয়া চালু

দেশে অনেক প্রতিভাবান তরুন আছে যাদের মাথায় অনেক ভালো ভালো আইডিয়া আছে কিন্তু টাকার অভাবে তাদের আইডিয়াকে বাস্তবায়িত করতে পারছেন না। তাদের জন্য আরেকটি আশার আলো নিয়ে এসেছেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং এর সাধারণ সম্পাদক এবং ফিফোটেক এর সিইও তৌহিদ হোসেন।

তিনি বলেন,’ নতুনদের সুযোগ করে দিতে এবং নতুন কর্মসংস্থান তৈরির জন্য আমি কিছু স্টার্টআপ আইডিয়ার উপর ইনভেস্টমেন্ট এবং মেন্টরিং করতে চাই। যদি আপনার ৫ থেকে ২০ লাখ টাকার মধ্যে সার্ভিসের উপর কোনো স্টার্টআপ আইডিয়া থাকে সেটা একপাতার বিস্তারিত লিখে আমাদের পাঠাতে পারেন। শর্ট লিস্ট হবার পরেই বিস্তারিত জানানো হবে। যাদের আইডিয়া ভালো লাগবে তাদের নিয়ে আমি কাজ শুরু করবো এক মাসের মধ্যে।’

কাজেই যাদের কাছে নতুন কোনো আইডিয়া আছে তারা আইডিয়াটা লিখে নিচের ইমেইলে পাঠানোর জন্য  আহ্বান করা যাচ্ছে। ইমেইলে পাঠানোর ঠিকানা Email: towhid_hossain@hotmail.com । আপনার আইডিয়া পাওয়ার পরই অফিসিয়ালভাবে দ্রুত সময়ের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করা হবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগও অনেক বড় ভূমিকা পালন করে। আর এজন্যই প্রাথমিকভাবে এটা শুরু করলেন তৌহিদ হোসেন। তিনি আরো জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরণায় আমরা প্রাইভেট সেক্টর থেকে স্টার্টআপ আইডিয়া নিয়ে কাজ করতেই নতুন পথচলা শুরু করেছি। আমাদের গৃহীত প্রকল্পগুলো পরবর্তীতে সরকারের আইডিয়া প্রকল্প থেকেও কোটি টাকা বিনিয়োগ পাওয়া যেতে পারে বলে জানান তৌহিদ হোসেন।

আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এই সেক্টরের অভিজ্ঞজনরাও যুক্ত হয়ে কাজ করবেন।

Link: https://cutt.ly/GlywQhG